বড়পুকুরিয়ার কয়লার দাম কমলো

দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়ার কয়লার দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বর্তমানে কয়লার দাম টন প্রতি ২ হাজার ৫০০ টাকা কমিয়ে ১১ হাজার টাকা নির্ধারন করেছে কর্তৃপক্ষ। যা রোবাবার থেকে কার্যকর করা হয়েছে। গতবছর এই সময় কয়লার দাম ছিল ১৩ হাজার ৬৮০ টাকা।
সূত্র জানায়, গতবছরের তুলনায় চলতি বছর বড়পুকুরিয়ার কয়লা বিক্রি কম হচ্ছিল। তাই খনি কর্তৃপক্ষ কয়লার দাম পূনঃনির্ধারনে করেছে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান জানান, বর্তমানে বড়পুরিয়া কয়লা খনির চত্তরে প্রায় ৩ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। উন্নত মানের সালফারমুক্ত এ কয়লা খনি সংলগ্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের পরও বিপুল পরিমান বাড়তি কয়লা দেশের ইটভাটা ও বয়লার চালিত শিল্প কারখানায় ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে।