সিদ্ধিরগঞ্জ-মানিকনগর সঞ্চালন লাইন প্রকল্প অনুমোদন

৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২৩৫ কেভি সঞ্চালন লাইন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২৩৫ কেভি সঞ্চালন লাইন প্রকল্প ছাড়া সভায় আরো দু’টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, একনেক সভায় তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৮শ ২৯ কোটি টাকা।
সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২৩৫ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ২২২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্প হলো- কৃষি জমি অপচয় রোধে জৈবসার ব্যবহার বৃদ্ধির জন্য পল্লী জনপদ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪২৪ কোটি টাকা। আর তৃতীয় প্রকল্পটি হলো ১০৫ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প।