জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

সকল সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার শতকরা ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারের ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্য সচিবরাও এতে অংশ নেন।
মুখ্য সচিব সাংবাদিকদেও বলেন, সরকারি সকল দপ্তওে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। জ¦ালানিখাতের বাজেট ২০ শতাংশ কম ব্যবহার করতে হবে। এজন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে। তিনি বলেন, আতংতিক হওয়ার কোন কারণ নেই। ভবিষ্যতে যাতে আমাদের কোন সংকটে পড়তে না হয় তার জন্য সতর্কতামূলক এই ব্যবস্থা। এ ব্যবস্থা শুধু শহর বা রাজধানীতে নয়, সারা দেশে।
সভার অন্য সিদ্ধান্তগুলো হচ্ছে- অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে এবং অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে, অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করা, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকিকরণের জন্য শিক্ষামন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব খরচ কমানোর উদ্যোগ নেবে।

সাশ্রয়ে যেসব পদক্ষেপ

সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত
এলাকাভিত্তিক লোডশেডিং
আপাতত ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত
জ্বালানি আমদানির খরচ কমাতে সপ্তাহে ১ দিন বন্ধ থাকবে পেট্রোলপাম্প
রাত ৮টার পর দোকানপাট, বিপণিবিতান বন্ধ
এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে
মসজিদে এসি চালানো যাবে না