৭৫৫ মেগাওয়াটের পাঁচটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে

সরকারি খাতে ৭৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোতি দিল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোতি দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ৫০০ মেগাওয়াট হবে চট্টগ্রামে। এগুলো সবই ফার্নেস তেলভিত্তিক। এগুলো হলো, চট্টগ্রামের জুলদা ও পটিয়ায় প্রতিটি ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি। চট্টগ্রামের আনোয়ারায় ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি।
ভোলায় ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি হবে দ্বৈত জ্বালানির । অর্থাৎ গ্যাস ও তেল উভয় জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা থাকবে। এছাড়া রংপুরের গঙ্গাচড়া উপজেলায় করা হবে ৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র।
বৈঠকে মোট নয়টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের আওতায় ব্যবস্থাপনা, নকশা ও তদারক কাজের পরামর্শক নিয়োগ দেয়া। যৌথভাবে এ কাজ পেয়েছে মট ম্যাগডোনাল্ড লিমিটেড। এতে খরচ হবে ১৫৫ কোটি তিন লাখ টাকা।