১-১১ অক্টোবর ২৪ ঘন্টা সিএনজি স্টেশন খোলা

ঈদুল আযহা উপলক্ষে আগামী ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিএনজি  স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে। বৃহস্পতিবার রমনা পার্ক  রেস্টুরেন্টে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রনালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের সময় যানবাহনে নিরবিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় অন্যদের মধ্যে রেলমন্ত্রী মুজিবুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১১ অক্টোবরের পর থেকে আবার আগের নিয়য়ে স্টেশন চলবে। গ্যাস সংকট মোকাবেলা করার জন্য প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চারঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়। এই সময় সিএনজি স্টেশন বন্ধ থাকলে গ্যাস নেয়ার সমস্যার কারণে যানজট হতে পারে এই বিবেচনায় স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সড়ক পরিবহন সচিব এমএএন ছিদ্দিক বলেন, গতবার এই সিদ্ধান্তর বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে দেয়া হওয়াতে অসুবিধা হয়েছিল।  জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, এবার আগে ভাগেই পদপক্ষপ নেয়া হবে।