১৮ দিনের ব্যবধানে বাড়লো বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক:
খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহি আদেশে এই দাম বাড়ানো হলো।
পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।
পাইকারিতে গড়ে ৮ দশমিক ০৬ শতাংশ এবং খুচরায় ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
সম্প্রতি প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করার ঘোষণা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। কিন্তু একমাস অপেক্ষা না করেই ১৮ দিনের মাথায় আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলো। এই নিয়ে এক মাসের মধ্যেই দুইবার বিদ্যুৎ ও একবার গ্যাসের দাম বাড়ালো।
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক গ্রাহকদের ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে দাম দিতে হবে চার টাকা ১৪ পয়সা। ৭৫ ইউনিট পর্যন্ত ৪ টাকা ৬২ পয়সা। ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩১ পয়সা। ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬২ পয়সা। ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৯৯ পয়সা। ৬০০ ইউনিট পর্যন্ত ১০ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ১২ টাকা ৬৩ পয়সা করে দিতে হবে।
শিল্প, বাণিজ্য, কৃষি, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানসহ সব গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
এখন খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে ৭ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৭ টাকা ৪৮ পয়সা। আর পাইকারি বিদ্যুতে ইউনিট প্রতি গড়ে ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিতে শিল্প খাতসহ সাধারণ মানুষের জীবনে বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বুয়েটের কেমিক্যাল এন্ড মেটেরিয়ালস ইনিঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ম. তামিম, বলেন, এখন সংকটময় সময় চলছে। এসময় বিদ্যুতের দাম বাড়ানোতে শিল্পসহ সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম আরও একদফা বাড়বে।
জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, শিল্প উৎপাদন খরচ আরও বাড়বে। এতে সবখাতে খরচ বেড়ে যাবে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদ্দিন, বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এজন্য দেশেও বাড়াতে হবে ঠিক আছে। কিন্তু এক সাথে এত পরিমান বাড়ানোতে বিরূপ প্রভাব পড়বে।
ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে ১২ই জানুয়ারি বিদ্যুতের এবং ১৮ই জানুয়ারি গ্যাসের দাম বাড়ানো হয়।

 

আগের দাম – বর্তমান দাম – শতকরা বৃদ্ধি
৫০ ইউনিট পর্যন্ত  ৩.৯৪  — ৪.১৪  — ০.২০
৭৫ ইউনিট পর্যন্ত  ৪.৪০ —  ৪.৬২ — ৪.৭০
২০০ ইউনিট পর্যন্ত ৬.০১ — ৬.৩১– ৪.৯৯
৩০০ ইউনিট পর্যন্ত ৬.৩০ — ৬.৬২ ৫.০০
৪০০ ইউনিট পর্যন্ত ৬.৬৬ — ৬.৯৯ — ৪.৯৫
৬০০ ইউনিট পর্যন্ত ১০.৪৪ — ১০.৯৬ — ৪.৯৮
৬০০ ইউনিট এর বেশি ১১.৪৬ — ১২.৬৩ — ১০.২০

পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে
পাইকারিতে গড়ে ৮ দশমিক ০৬ শতাংশ
খুচরায় গড়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছে