হাতিয়া নিঝুম ও কুতুবদিয়া দ্বীপে হবে শতভাগ বিদ্যুতায়ন

হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপে শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন করা হবে। এজন্য বিশেষ প্রকল্প নেয়া হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই তিন দ্বীপে শতভাগ বিদ্যুতায়নের প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া
প্রায় ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে।
হাতিয়া, কুতুবদিয়া ও নিঝুম দ্বীপে প্রায় ৪২ হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। এজন্য খরচ ধরা হয়েছে ৩৮৪ কোটি ৩৬ লাখ টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই প্রকল্প বাস্তবায়ন করবে।
২০২৩ সালের জুনের মধ্যে এই কাজ শেষ হবে।
পার্বত্য এলাকা, দ্বীপ ও চরসহ সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
কুতুবদিয়া চ্যানেলে ৬ কিলোমিটার ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। মুকতারিয়া-নিঝুম দ্বীপ খালে ১ দশমিক ৫ কিলোমিটার ১১ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে।
নতুন করে ৬৭৬ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হবে। বিদ্যমান ৩৫ কিলোমিটার বিতরণ লাইন মেরামত করা হবে। ২ হাজার ৭০০টি পোল মাউটেন্ড বিতরণ উপকেন্দ্র স্থাপন করা হবে। করা হবে চারটি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র। এছাড়া অফিস ভবন, রেস্ট হাউজ, ডরমেটরি করা হবে।