সবার ঘরে বিদ্যুৎ দেয়ার কাজ চলছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হমিদ বলেছেন, বাংলার প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌছে দেয়ার কাজ চলছে। মানুষকে আর বিদ্যুতের জন্য অফিসে যেতে হবে না।
শনিবার কেরানীগঞ্জে ১০ হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া এবং জিনজিরা ও বিসিক ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন এলপিজি সিলিন্ডারের দাম কমানো হবে। যাতে সহজেই সকলের বাসায় কম দামে গ্যাস দেয়া যায়।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন বক্তব্য রাখেন।