সতর্কভাবে কয়লা আমদানি করতে হবে

সতর্কভাবে কয়লা আমদানি করার সুপারিশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ কমিটির ৯ম বৈঠক এ সুপারিশ করা হয়।
বৈঠকে স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে ইটভাটার জ্বালানী সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্প পরিদর্শনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে কমিটিকে আহবান জানানো হয়। বৈঠকে কয়লা উৎপাদনের গতিকে ত্বরানিত করার সুপারিশ করা হয়।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিতাস গ্যাস কোম্পানিসহ অন্যান্য গ্যাস কোম্পানির যে অসাধু কর্মকর্তা-কর্মচারি অবৈধ গ্যাস সংযোগ দেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো: আবু জাহির, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), মো. শিবলী সাদিক, এ বি এম রুহুল আমিন হাওলাদার, লিয়াকত হোসেন খোকা ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কয়লা উৎপাদন, আমদানী ও সরবরাহের পরিকল্পনা ও কৌশলগত কার্যক্রম পর্যালোচনাসহ বেশি কিছু সুপারিশ করা হয়।