শাহজালাল ব্যাংকেও অনলাইনে বিদ্যুৎ বিল দেয়া যাবে

এখন শাহজালাল ব্যাংকের মাধ্যমেও অনলাইনে ঢাকার বিদ্যুৎ বিল শোধ করা যাবে। এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং শাহজালাল ইসলামী ব্যাংক লি.-এর  মধ্যে সোমবার  চুক্তি হয়েছে।
ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের ডিপিডিসি’র গ্রাহকরা শাহজালাল ইসলামী ব্যাংক লি.-এর সকল শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল শোধ করতে পারবে। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মো. নজরুল হাসান (অব.) এবং শাহজালাল ইসলামী ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ডিপিডিসি’র সচিব (উপ-সচিব) মোহাম্মাদ মুনীর চৌধুরী এবং শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম মুশফিকুর রহমান।
দীর্ঘদিনের প্রচলিত বিল পরিশোধ প্রক্রিয়ায় গ্রাহকের প্রচুর অর্থ, সময় ও শ্রমের অপচয় হয়। এ থেকে উত্তরণের লক্ষে ডিপিডিসি প্রায় সাড়ে নয় লক্ষ গ্রাহকের সুবিধার্থে অনলাইনে বিল শোধ করার পদ্দতি চালু করেছে। এখন ট্রাস্ট ব্যাংকের মাধ্যমেও বিদ্যুৎ বিল শোধ করা যায়।