রামপালে সুপেয় পানি সরবরাহ উদ্বোধন

rampal water

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) উপকূলীয় রামপাল-মোংলা এলাকায় সুপেয় পানি সরবরাহ করেছ। এপর্যন্ত ৫টি স্থানে এই ব্যবস্থা চালু করেছে। এতে প্রায় দেড় হাজার পরিবার সুপেয় পানি পাচ্ছে।

এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।
শনিবার রামপাল উপজেলার গৌরম্ভাসহ ৪টি এলাকায় সুপেয় খাবার পানির সরবরাহ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিআইএফপিসিএ’র প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, এস.সি পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, রাজনগর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান ডাবলু এবং বিআইএফপিসিএল’র এজিএম (এইচআর) সিদ্ধার্ত মন্ডলসহ অন্যরা উপিস্থত ছিলেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে দেশী-বিদেশী প্রায় ৬ হাজার শ্রমিক কর্মরত। করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে বলে বিআইএফপিসিএল থেকে জানানো হয়েছে। এখন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পুরোপুরি চলছে।