মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা দিল শেভরন বাংলাদেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এ প্লাস এবং গোল্ডেন এ প্লাজ পাওয়া শিক্ষার্থীদের সন্মাননা জানিয়েছে শেভরণ বাংলাদেশ। সম্প্রতি শেভরনের অধীন গ্যাসক্ষেত্রের আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের ক্রেস্ট দেয়া হয়।
প্রতিবছরই শেভরন সিলেটের মৌলভীবাজার, জালালাবাদ ও বিবিয়ানার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬০০ দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ২২টি স্কুলে আর্থিক অনুদান, ২৪ জন শিক্ষকের বেতন-ভাতা এবং ১৫২ জন শিক্ষকের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।
এই কাজগুলো দুইটি এনজিও বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার ও ভলান্টিয়ার এসোসিয়েশন ফর বাংলাদেশের মাধ্যমে শেভরন পরিচালনা করে থাকে।