মিশরে জ্বালানি তেলের মূল্য ৭৮ শতাংশ বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্য ৭৮ শতাংশ বৃদ্ধি করেছে মিশরের নতুন সরকার। শুক্রবার মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে আগেই বার্তা সংস্থা রয়টার্সকে জানিছিল দেশটির তেল মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত মধ্যরাত থেকে কার্যকর হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়।
তিনি জানিয়েছেন, নতুন করে নির্ধারিত দরে ৯২ অকটেন জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৪০ শতাংশ বাড়বে, ৮০ অকটেন জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৭৮ শতাংশ বাড়বে। ডিজেলের মূল্য ৬৩ শতাংশ বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রতি কিউবিক মিটারে ১৭৫ শতাংশ বৃদ্ধি পাবে।ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবিলায় জ্বালানি খাত থেকে ভর্তূকি কমানোর সিদ্ধান্ত নিয়ে সরকার তেলের মূল্য বৃদ্ধি করছে বলে মন্ত্রণালয় জানায়।
মিশরের বার্ষিক বাজেটের এক-চতুর্থাংশ খাদ্য ও জ্বালানি খাতে ভর্তূকি দিতে ব্যায় করা হয়। তিন বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার ভর্তূকি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।