মাত্র ১০ সেকেন্ডেই চার্জ হবে বাস!

মাত্র ১০ সেকেন্ডেই চার্জ হবে পুরো বাস। একবার চার্জেই পাড়ি দেয়া যাবে কমপক্ষে ৫ কিলোমিটার পথ। শুধু তা-ই নয়, অন্য বাসের তুলনায় এ বাসে বিদ্যুৎ সাশ্রয় হবে ৩০ থেকে ৫০ শতাংশ। আলট্রা-কুইক-চার্জ নামের বাসটি বৃহস্পতিবার উন্মুক্ত করেছে চীনের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যাত্রী উঠতে-নামতে যে সময় প্রয়োজন, সে সময়ের মধ্যেই বাসটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। দ্রুতগতির ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান সিএসআরের সহযোগী ঝুঝু ইলেকট্রিক লোকোমোটিভ এ বাসটির নির্মাতা। বাসের ক্যাপাসিটর ১২ বছর সার্ভিস দিতে সক্ষম এবং সর্বোচ্চ তাপমাত্রায়ও এর কোনো ব্যতিক্রম হবে না_ এমনটিই দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ইলেকট্রিক বাসটি দ্রুতই বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করবে এমনটি আশা সিএসআরের। সূত্র : ওয়েবসাইট