বিদ্যুৎ বকেয়া: ইডেন কলেজে নোটিশ, বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন

ইডেন কলেজের কাছে প্রায় দেড় কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। বৃহস্পতিবারের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবিষয়ে বুধবার নোটিশ দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এছাড়া গত দুইদিনে বিদ্যুৎ চুরির ঘটনায় ৪৩ লাখ টাকা জরিমানা করেছে ডিপিডিসি।
ডিপিডিসি জানায়, মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ডিপিডিসির বিশেষ টাস্কফোর্স প্রধান মোহম্মাদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান চলে।
এছাড়া এ অভিযানে ১০ শিল্কপ্প ও বাণিজ্যিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মিটারে কারচুপির অপরাধে কামরাঙ্গীরচরে বাগদাদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ৩২ লাখ টাকা, মালিবাগে টপটেন টাওয়ারকে আট লাখ টাকা এবং লালবাগে মো. মাইনুর হোসেনকে পৌনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে প্রায় ৩০ লাখ টাকা আদায় করা হয়েছে। এদিকে বকেয়া আদায় অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে পৌনে ২৫ লাখ টাকা ও ঢাকা কলেজ থেকে সাড়ে ৩৩ লাখ টাকা আদায় করা হয়েছে।