বিদ্যুৎ উত্পাদন ৭ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে

দেশে বিদ্যুতের উত্পাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হয়।এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উত্পাদন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২৯ মার্চ ৭ হাজার ১৩৮ মেগাওয়াট, ২৭ মার্চ ৭ হাজার ৩২ মেগাওয়াট এবং ২৫ মার্চ ৬ হাজার ৯৭০ মেগাওয়াট বিদ্যুৎউত্পাদনের সর্বোচ্চ রেকর্ড হয়।গত বছর ১২ জুলাই ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের রেকর্ড হয়েছিল।

বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ উত্পাদন ক্ষমতা সাড়ে আট হাজার মেগাওয়াটের বেশি হলেও বর্তমানে গড়ে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হচ্ছে।যদিও চাহিদার তুলনায় এখনো বিদ্যুৎ উত্পাদন কম।

বর্তমানে গ্রীষ্মকালীন চাহিদা বৃদ্ধির পাশাপাশি বোরো সেচের মৌসুম চলছে।ফলে সার কারখানাগুলো বন্ধ করে বিদ্যুৎ উত্পাদনে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেয়ার কারণে বিদ্যুৎ উত্পাদন বেড়েছে।