বাড়তি বেতন পাচ্ছে না পিজিসিবি

নতুন কাঠামোতে বেতন পাচ্ছে না পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্মকর্তা-কর্মচারিরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৬ই জুন বিদ্যুৎ সংশ্লিষ্ট উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কোম্পানির নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়। সকল কোম্পানির বেতন ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই বেতন ১লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।
এবার ঈদে সব কোম্পানিই এই কাঠামো অনুযায়ি বেতন ও বোনাস পেয়েছে। কিন্তু সে সুবিধা পিজিসিবি এখনো পায়নি। তাদের বেতন না বাড়িয়ে নতুন করে পর্যালোচনা করার উদ্যোগ নেয়া হয়েছে।
পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারি আদেশ অমান্য করে বেতন দেয়া থেকে বঞ্চিত করা হচ্ছে পিজিসিবির কর্মকর্তা-কর্মচারিদের।
নতুন কাঠামোতে সর্বোচ্চ এক লাখ ৭৫ হাজার টাকা এবং সর্বনিন্ম বেতন ১৫ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়া প্রতিবছর চার শতাংশ করে বেতন বাড়বে।
নতুন বেতন কাঠামো অনুযায়ি, ২০টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ও সঞ্চালন কোম্পানিগুলো বর্তমানে গ্রেড-১ বা ব্যবস্থাপনা পরিচালকদের বেতন আছে এক লাখ টাকা। এটি বাড়িয়ে এক লাখ ৭৫ টাকা করা হয়েছে। গ্রেড-২ এ ৮০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৪০ হাজার টাকা, গ্রেড-৩ এ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১৪ হাজার টাকা, গ্রেড-৪ এ ৫৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৮ হাজার টাকা, গ্রেড-৫ এ ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৯ হাজার টাকা, গ্রেড-৫ এ ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার টাকা, গ্রেড-৬ এ ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫১ হাজার টাকা, গ্রেড-৭ এ ২৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা, গ্রেড-৮ এ ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৭ হাজার টাকা, গ্রেড-৯ এ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩১ হাজার টাকা, গ্রেড-১০ এ ১৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা, গ্রেড-১১ এ ১৪ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, গ্রেড-১২ এ ১৩ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪ এ ১৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার টাকা, গ্রেড-১৫ এ ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, গ্রেড-১৬ এ ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা, গ্রেড-১৭ এ নয় হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা, গ্রেড-১৮ এ নয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা, গ্রেড-১৯ এ আট হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০ এ সাত হাজার ৭৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার টাকা করা হয়েছে।