বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেখতে চীন সফর

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম ও পরিচালনা পদ্ধতি দেখতে চীন গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তার নেতৃত্বে সিটি করপোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীন গেলেন। আজ ৪ এপ্রিল তারা চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. মনজুর-ই-মওলা জানান, ডিএনসিসি প্রতিনিধি দলটি এদিন চীনের রাজধানী বেইজিংয়ের তংঝৌ জেলায় তাস সাউন্ড গ্রুপ পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করবেন। প্রতিষ্ঠানটি চীনে এ ধরনের ৪৫টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে।
দেশে ফেরার পথে ডিএনসিসি প্রতিনিধিরা থাইল্যান্ডে একই ধরনের প্রযুক্তির আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। প্রতিনিধি দলে মেয়রের সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাকসহ অন্যরা।