ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা যায়নি তাই বিদ্যুতের বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতের জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা যায়নি বলে বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে।
চট্টগ্রাম স্ক্যাডা পরিচালনা বিভাগের নির্বাহি প্রকৌশলি আব্দুল ফাত্তাহ মো: মোস্তাফিজুর রহমান জানান, সরবরাহ ও চাহিদার মধ্যে সমন্বয় না হলে বিদ্যুতের বিপর্যয় হয়। প্রত্যেক লাইনের সাথে প্রত্যেক লাইনের সংযোগ আছে। তাই চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় না হলে সাথে সাথে বিদ্যুৎ বিপর্যয় হবে। এখানে ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা যায়নি।
তিনি বলেন, কোথায় এটা হয়েছে তা এখনও জানা যায়নি। বিদ্যুৎ উৎপাদনে এখন মনোযোগ দেয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন করতেও বিদ্যুৎ প্রয়োজন হয়। কাপ্তাই থেকে প্রথমে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ দিয়ে উৎপাদন শুরু করা হয়েছে।