পারস্য উপসাগরে সৌদি জ্বালানি তেলের জাহাজে হামলা

পারস্য উপসাগরে সৌদি আরবের তেলের জাহাজে হামলা হয়েছে।
এই হামলাকে অন্তর্ঘাতমূলক হামলা বলেছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ।
হামলায় মোট চারটে জাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
এছাড়া ফুজাইরা বন্দরের কাছে এ হামলায় সৌদি আরবের দুটো জাহাজে হামলা হয়েছে বলে জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। পারস্য উপসাগর অতিক্রম করার সময় সৌদি আরবের জাহাজ দুটো ফুজাইরা উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ হামলার শিকার হয়। নৌযান দুটোর একটা রাস তানুরা বন্দর থেকে সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে যুক্তরাষ্ট্রে সৌদি আরামকোর কাছে যাচ্ছিল বলে জানা গেছে।