পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো হবে – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবশে বান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সরকার আগামী তিন বছরের মধ্যে ৭০ ভাগ এলাকায় এলপিজি পৌছে দেবে।

প্রতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও উন্নত চুল্লীর সুবিধাভোগীরা গ্রামের বাস করে। এ ধরনের সেমিনার গ্রামে করলেই ভালো ফল পাওয়া যাবে। বাংলাদেশ উন্নত হচ্ছে, এর জ্বালানি ব্যবস্থাও উন্নত হওয়া প্রয়োজন। সরকার নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর। আগামী দিনের পরিবশে বান্ধব জ্বালানি হতে পারে এলপিজি। এর বাজারজাতকরণ ও পর্যবেক্ষণ পদ্ধতি পরিচালনা করতে উন্নয়ন সহযোগিরাও এগিয়ে আসতে পারে।
সেমিনারে স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের, জিএসিসি‘র আঞ্চলিক পরিচালক অরিজিৎ বসু ও ইউএসএআইডি‘র সিনিয়র রিসার্চ এ্যাডভাইজার শের মো, খান বক্তব্য রাখেন।