না’গঞ্জে কিশোরের মৃত্যু, সামিটের বিদ্যুৎকেন্দ্রে হামলা

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর পর এলাকাবাসী একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ভাংচুর করেছে।
বন্দর উপজেলার মদনগঞ্জে সামিট পাওয়ার প্ল্যান্টে বুধবার সকালে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মদনগঞ্জ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রনি সামিট পাওয়ার প্ল্যান্টের দেয়াল টপকে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
রনির মা নাসিমা আক্তার অভিযোগ করেন, কবুতর চুরি বন্ধে সামিটের সীমানা দেয়ালে দেয়া বিদ্যুতের তারে জড়িয়েই রনির মৃত্যু হয়েছে।
রনি একটি হোসিয়ারি কারখানায় কাজ করে মাসে ৬ হাজার টাকা বেতন পেত জানিয়ে নাসিমা বলেন, “রনি আমার বড় ছেলে। ওর আয়ে আমাদের সংসার চলত।”
রনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সামিট পাওয়ার প্ল্যন্টে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের অর্ভ্যর্থনা কক্ষের কাচ ও আসবাবপত্র ভাংচুর করে। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সামিট পাওয়ার প্ল্যান্টের প্ল্যান ম্যানেজার হাফিজ আল আতিক সীমানা প্রাচীরে বিদ্যুৎ সংযোগ থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমাদের সীমানার বাইরে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তার রয়েছে। ওই তারে জড়িয়ে কিশোরের মৃত্যু হয়।”
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার জানান, এখন পরিস্থিতি শান্ত আছে।
নিহত রনির পরিবারকে প্রতিমাসে আর্থিক সহযোগিতা দেয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।