নাইকো মামলা পর্যালোচনায় প্রতিমন্ত্রী লন্ডনে

নাইকো মামলা’র আইনজীবীর সাথে আলোচনার জন্য লন্ডন গেলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিন দিনের জন্য বৃহস্পতিবার রাতে তিনি লন্ডন যাত্রা করেন। এ আগে জানুয়ারি মাসেও এই আলোচনার জন্য প্রতিমন্ত্রী লন্ডন যান।
বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে বলেন, মামলার বিষয়ে আরও বেশি পর্যালোচনা করা প্রয়োজন।
আন্তর্জাতিক সালিশ আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপুটেড (ইকসিড) লন্ডনে নাইকোর সাথে পেট্রোবাংলার মামলা বিচারাধীন আছে।
ফেনী গ্যাসক্ষেত্রের পাওনা টাকা আদায়ে নাইকোর করা মামলার রায় দিতে এরআগে সময় বাড়িয়েছিল ইকসিড । গতবছর ১৫ নভেম্বর এই মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু সে সময় রায় না দিয়ে আদালত বাড়তি সময় নেয়।
২০১০ সালের মে মাসে নাইকো বাংলাদেশের বিরুদ্ধে ইকসিড-এ দুটি মামলা করে। একটি টেংরাটিলার বিস্ফোরণের ক্ষতিপুরণ অন্যটি ফেনী ক্ষেত্রের গ্যাসের টাকা আটকে না রেখে তা পাওয়ার জন্য। ২০১৩ সালের ১৯ আগ®দ্ব দুই মামলার মধ্যে টেংরাটিলার বিষয়ে স্থানীয় আদালতের রায়ই চূড়ান্ত হবে বলে জানিয়ে দেয় ইকসিড। ফেনী গ্যাসক্ষেত্রের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেয় ইকসিড। কিন্তু উভয়ের মধ্যে কোন সমঝোতা হয়নি।