নরসিংদীতে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী সদর উপজেলার বাগহাটায় তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযান পরিচালনা করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরিজ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাগহাটা এলাকার বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল আদায় করে আসছিল। এসব অবৈধ সংযোগের কারণে এলাকার বৈধ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। জেলার বিভিন্ন স্থানে প্রায় এক লাখ অবৈধ সংযোগ রয়েছে।