তেল উৎপাদন না কমানো সিদ্ধান্ত ওপেক দেশগুলোর

তেলের উৎপাদন না কমানো সিদ্ধান্তে অটল রয়েছে ওপেকভুক্ত দেশগুলো। সোমবার সংস্থার এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ওপেকের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৫ সালের জুন পর্যন্ত তারা বর্তমান উৎপাদনের ধারা অব্যাহত রাখবে। সংস্থার প্রভাবশালী সদস্য সৌদি আরব জানিয়েছে দিনে ৩০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন তারা কমাবে না। ওপেকভুক্ত নয় এমন দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিলেও তাতে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী আলী আল নাইমি। বিশ্ববাজারে বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ৬০ ডলারেরও কমে।