তুরস্কে খনি বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ঐ কয়লা খনিতে মঙ্গলবারের দুর্ঘটনায় নিহতের সর্বশেষ সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪জন।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ১২০ জনের মত শ্রমিক এখনও আটকা পড়ে আছে।

দুর্ঘটনার প্রতিবাদে রাজধানী আঙ্কারা এবং ইস্তানবুল শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

এমনকি দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ান যখন সেই খনি এলাকা দেখতে যান তখন তাকেও ঘিরে ফেলে বিক্ষোভকারীদের দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যাবহার করে।

মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাড়ছে মানুষের ক্ষোভ ও প্রতিবাদ।

এরই ধারাবাহিকতায় দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ানকে ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা।

খনি এলাকা পরিদর্শন করতে গেলে উত্তেজিত জনতা তাঁর গাড়িতে লাথি মারতে থাকে এবং তার পদত্যাগের দাবি জানায়।

জনতার হাত থেকে বাঁচতে মি. এরদোয়ান অবশেষে একটি দোকানে আশ্রয় নেন।

এসময় পুলিশের সঙ্গে বিক্ষাভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যাবহার করে।

কয়লাখনির শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করেছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা।

তুরস্কের মানিসা প্রদেশের সোমা শহরে মঙ্গলবার এই খনিতে যখন বিস্ফোরণ হয়, ভেতরে তখন ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল বলে জানা যাচ্ছে।

খনির প্রায় দু কিলোমিটার গভীরে বৈদ্যুতিক ত্রুটির কারণে বায়ু নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে প্রধানত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় শ্রমিকদের মৃত্যু হয়।

 

তিনদিনের জাতীয় শোক

নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তুরস্কের সরকার তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ান আলবেনিয়াতে তার পূর্ব-নির্ধারিত একটি সফর বাতিল করেছেন।

খনি দুর্ঘটনা নতুন কোন ঘটনা নয় তুরস্কে।

এর আগে ১৯৯২ সালে তুরস্কের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৬৩ জন শ্রমিক নিহত হয়েছিল।

সোমার খনিগুলোর নিরাপত্তা নিয়েও কমবেশি উদ্বেগ সব সময়ই রয়েছে।

বিভিন্ন সময়ে বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে।

মঙ্গলবারের দুর্ঘটনার পর তুরস্কের বিরোধী দল সিএইচপি’র একজন এমপি বলেন সাম্প্রতিক সময়ে সোমায় খনি দুর্ঘটনাগুলোর তদন্ত করার জন্য তাদের এক প্রস্তাব সরকারের বিরোধিতার কারণে সংসদে খারিজ হয়ে যায়।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বলছে খনির নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে তাদের উদ্বেগ সরকার অগ্রাহ্য করেছে।

ফলে মঙ্গলবারের দুর্ঘটনার দায়িত্ব সরকারকে নিতে হবে।