জ্বালানিখাতে নরওয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

তেল, গ্যাস অনুসন্ধানে নরওয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন নরওয়ের শিল্প, বাণিজ্য এবং মৎসসম্পদ প্রতিমন্ত্রী দিলেক আইহান।

বুধবার সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনদেমু উপস্থিত ছিলেন।
নরওয়ের প্রতিমন্ত্রী দুই দেশের পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, উভয়ের সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নরওয়ে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটকে আধুনিক ও যুগপোযোগী করতে তিনি নরওয়ের সহযোগিতা কামনা করেন। প্রযুক্তি ও আধুনিক ধারণা বিনিময় করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় বাংলাদেশের খনিজ সম্পদ, গ্যাস, গ্যাসজাত সম্পদ, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, তেল এবং এর আন্তর্জাতিক মূল্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।