চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবহার: মামলা, লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বিদ্যুৎ বব্যবহার ও বকেয়া থাকায় চট্টগ্রামে মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। নগরীর রামপুর এলাকায় আট মামলা এবং ১২টা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় এক লাখ ১৮ হাজার টাকা জরিমানাও করা হয়।
রোববার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যুৎ আদালত (দক্ষিণ) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভনি এর নেতৃত্বে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম এর বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর দপ্তরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের গনির তত্ত্বাবধানে সহকারী প্রকৌশলী মো. হাবিবুল বাহার, মো. রহিম উল্ল্যাহ, মো. আব্দুর মালেক, উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাক আহমেদ, প্রদীপ কুমার মাহাতোসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ২৪ লাখ ৭৫ হাজার ৪৭৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দাইয়াপাড়ার গোলাম সরওয়ার, গোলাম কিবরিয়া, উত্তরা আবাসিক এলাকার মেসার্স আল আমিন ট্রেডার্স, উত্তর মুহুরীপাড়ার কামরুন নাহার কলি, মো. সাইফুদ্দিন, মো. দিদার, মোল্লাপাড়ার মেসার্স প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., রুবেল কমপ্লেক্স, খাজা হোটেলের আনোয়ারা বেগম, আব্দুল ওহাব এর বিরুদ্ধে মামলা করা হয়। একই সাথে তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।