গ্যাস-পানির বিলে দুর্নীতিবিরোধী স্লোগান ব্যবহারের নির্দেশ

সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিল ও রশিদে দুর্নীতিবিরোধী স্লোগান মুদ্রণ ও সিলমোহর ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ওয়াসা, ডেসকো, পল্লি বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, তিতাস গ্যাসসহ অন্যান্য কোম্পানির বিলে ও বিভিন্ন সরকারি স্ট্যাম্পে এবং সিটি করপোরেশন ও পৌরসভায় প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে স্লোগান মুদ্রণ ও সিলমোহর ব্যবহারের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এতে করে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে। এটি গণসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনেও সহায়ক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শীর্ষক একটি স্লোগান ব্যবহারেরও পরামর্শ দেয়।