গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বিইআরসি। বৃহস্পতিবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা ‌দেয়া হবে।
আবাসিক, শিল্প, সিএনজি ও ক্যাপটিভ বিদ্যুতে দেয়া গ্যাসের দাম বাড়বে। অন্যদিকে কৃষি, সার ও গ্রামের প্রান্তিক ব্যবহারকারিদের বিদ্যুতের দাম বাড়বে না। শহরের সকল গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়বে। তবে তুলনামূলক কম। যারা ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের বেশি হারে বাড়ানো হবে।  অন্যদের জন্য গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় করা হবে। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে দাম ঘোষনা করবে তাই চূড়ান্ত হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে গ্যাস ও বিদ্যুতের দাম কার্যকর করা হতে পারে।