গোপালগঞ্জে ছয় হাজার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একসাথে ছয় হাজার নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনি প্রায় ৫৩৫  মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই সংযোগ ও বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী গাজীপুরের কড্ডা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, জাঙ্গালিয়া ৫২ দশমিক ২ মেগাওয়াট, পটিয়া ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং গ্যাসভিত্তিক আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। এর প্রথম তিনটি ফার্নেস তেল ভিত্তিক কেন্দ্র। কেন্দ্র চারটিই  বর্তমানে চালু আছে।
এরআগে প্রধানমন্ত্রী গত অক্টোবর মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তিনটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।