কয়লা ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমাচ্ছে যুক্তরাস্ট্র

কয়লা উত্তোলন ক্রমেই কমাচ্ছে যুক্তরাস্ট্র। এক বছরের ব্যবধানে এই উত্তোলনের পরিমান ৫ কোটি ৮৮ লাখ টন কমতে পারে। একই সাথে কমাচ্ছে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) প্রতিবেদনে এ কথা জানিয়েছে। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ার কারণে কয়লার ব্যবহার কমাচ্ছে যুক্তরাস্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় এবার ৭ দশমিক ৮ শতাংশ কমে সাড়ে ৬৯ কোটি টনে নেমে আসতে পারে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কয়লা উত্তোলন ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামবে। আগামী বছরও দেশটিতে কয়লার উত্তোলন আরো কমে আসার সম্ভাবনা আছে।
বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিজ¯^ খনিগুলো থেকে ৬৯ কোটি ৪৯ লাখ টন কয়লা উত্তোলন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম। ২০১৮ সালে হয়েছিল ৭৫ কোটি ৩৭ লাখ টন। ১৯৭৮ সালের পর এটাই হবে যুক্তরাষ্ট্রের নিজ¯^ খনিগুলো থেকে সবচেয়ে কম কয়লা উত্তোলন। ওই বছর দেশটিতে মোট ৬৭ কোটি ১ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। শুধু চলতি বছর নয়, বরং ২০২০ সালের যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন খাতে মন্দাভাব থাকতে পারে বলে বলা হয়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের নিজ¯^ খনিগুলো থেকে সব মিলিয়ে ৬৬ কোটি ৩৭ লাখ টন কয়লা উত্তোলনের সম্ভাবনা আছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কয়লা উত্তোলন চলতি বছরের তুলনায় ৩ কোটি ১২ লাখ টন কমতে পারে।
ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে সব মিলিয়ে ৬৮ কোটি ৮০ লাখ টন কয়লা ব্যবহার হয়েছে। চলতি বছর শেষে দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত ব্যবহার কমে দাঁড়াতে পারে ৬১ কোটি ৩৪ লাখ টনে। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কয়লার অভ্যন্তরীণ ব্যবহার কমতে পারে ৭ কোটি ৪৬ লাখ টন। ২০২০ সাল নাগাদ দেশটিতে কয়লার অভ্যন্তরীণ ব্যবহার চলতি বছরের তুলনায় আরো কমে ৫৮ কোটি ৫২ লাখ টনে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে চলতি বছরের তুলনায় ২ কোটি ৮২ লাখ টন কম কয়লা ব্যবহার হতে পারে।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে যুক্তরাষ্ট্রে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রমেই কমে আসতে পারে। ২০১৮ সালে জাতীয় গ্রিডে ২৭ দশমিক ৪ শতাংশ বিদ্যুৎ কয়লা কেন্দ্র থেকে হয়েছে। ২০১৯ সালে ২৪ দশমিক ৭ শতাংশ হতে পারে। ২০২০ সালে গিয়ে এর পরিমাণ আরো কমে দাঁড়াতে পারে ২৩ দশমিক ৪ শতাংশে।