কৈলাশটিলা থেকে আরও এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস যোগ হল

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মেরামতের পর উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৮ই মে রাত ৮টা ৪৫ মিনিটে এই গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বর্তমানে এই গ্যাসক্ষেত্রের সচল দুটি কূপ থেকে দৈনিক দুই কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস আসছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৈলাশটিলা-৭ নম্বর কূপ সংস্কার করে আরও নিচের স্তরে পরীক্ষা করা হয়েছে। এই স্তরে অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ আছে ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস উৎপাদন করা হবে।

১৯৬১ সালে কৈলাশটিলা গ্যাসফিল্ড যাত্রা শুরু করেছিল। পরবর্তী দশকগুলোতে সেখানে একে একে ৭টি কূপ উৎপাদন লাইনে যুক্ত হয়েছিল। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক দুই কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

২০০৯ সালে ষষ্ঠ এবং তার কিছুদিন পর সপ্তম কূপটি উৎপাদনে আসে। ২০১৬ সালে সপ্তম কূপটিতে উৎপাদন স্থগিত করা হয়।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।