এসি বিস্ফোরণে ফতুল্লায় চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডায়িং কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ চারজনের মৃত্যু হয়েছে। ৩০ ডিসেম্বর ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্প নগরীতে নেভি গ্রুপের এমএস ডায়িং কারখানার চতুর্থ তলায় এসি মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। দগ্ধ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বুধবার সকালে মারা যান বাবুল (৪০)। এর আগে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাজেদুল (৩২), শহীদুল (৩৫) নামে দুই শ্রমিক এবং ইলেকট্রিক মিস্ত্রি শওকত হোসেন রুমি (৩০)। ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন। শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম বলেন, তিন দিনের ব্যবধানে চার জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।