এক কোটি ৩৬ লাখ বিদ্যুৎ সংযোগ দিয়েছে আরইবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এক কোটি ৩৬ লাখ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।

আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবিষয়ে বলেন,  গ্রামের অনেক পরিবারে বিদ্যুৎ সুবিধা দেয়া সম্ভব হয়েছে। ২০২১ সালের মধ্যে সকলের ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ থাকলেও তা ২০১৮ সালের মধ্যে করার চেষ্টা চলছে। এজন্য প্রতি মাসে লক্ষাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হচ্ছে।

শুধু নভেম্বর মাসে শুধু আরইবি এলাকায় তিন লাখ ৯০ হাজার ৮৩৮ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।

২০২১ সালের মধ্যে আরইবি এক লাখ ৩০ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন, এক হাজার ১০৭টি উপকেন্দ্র, প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন, ৫৭ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস এক অংকে কমানোর পরিকল্পনা করা হয়েছে।

আরইবি ইতোমধ্যে ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় দুই লাখ ৮৯ হাজার কিলোমিটার লাইন নির্মান করেছে। এতে ৪৫৩টি উপজেলা, ৫২ হাজার ৭০০ গ্রাম এবং এক কোটি ৩৬ লাখ গ্রাহক উপকৃত হয়েছে।