একাধিকবার বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর বিলে সংসদীয় কমিটির সুপারিশ

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বছরে একাধিকবার বাড়ানো ও কমানো যাবে। এমন নিয়ম রেখে সংশোধন হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন।

‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল- ২০২০’ পাশের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বিলে বলা হয়েছে, কোনো অর্থবছরে কমিশন একক বা আলাদা আলাদা আদেশে, প্রয়োজন অনুসারে এক বা একাধিকবার ট্যারিফ পরিবর্তন করতে পারবে। এই বিধান কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা একাধিকবার বিদ্যুৎ, গ্যাসের দাম পরিবর্তন করতে পারবে।
বিল সম্পর্কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ কাঠামোতে দ্রুত পরিবর্তন হয়েছে। তাই আইনটি সংশোধনের প্রয়োজন।
২০০৩ সালের করা বা বর্তমান আইনে এক অর্থবছরে একবারের বেশি দাম পরিবর্তন করার নিয়ম নেই। তাও যদি মূল্যের পরিবর্তন তখন শুধু করা যাবে। এই আইনের পরিবর্তন করা হচ্ছে।
২৩শে জুন জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। সংসদ তা পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটিতে পাঠায়। সংসদীয় কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ডিসেম্বরে বিলটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।