উড়োজাহাজ দুর্ঘটনায় নেপালে জ্বালানি মন্ত্রীদের বৈঠক বাতিল

উড়োজাহাজ দুর্ঘটনার কারণে বাতিল করা হলো চারদেশীয় আঞ্চলিক জ্বালানি সহায়তা বৈঠক। বৃহস্পতিবার নেপালের কাঠমুণ্ডুতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে আঞ্চলিক জ্বালানি সহায়তা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে সমঝোতা হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নেপালের মধ্যে। কিন্তু কাঠমুণ্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনার জন্য এই বৈঠক বাতিল করা হয়েছে।
কাঠমুণ্ডু বিমানবন্দরে একটি উড়োজাহাজ দুর্ঘটনা কবলিত হলে সেখানে সকল চলাচল বন্ধ রাখা হয়। এজন্য কোন দেশের অংশগ্রহণকারী সেখানে পৌছাতে পারছে না। তাই বৈঠক বাতিল করা হয়েছে।
বুধবার সকালে তার্কিস এ৩৩০ উড়োজাহাজ এই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটি ল্যান্ডিং এর সময় রানওয়ের বাইরে চলে যায়। সেখানে ২২৭জন যাত্রী এবং ১১জন ক্রু ছিল। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন জানান, বৈঠক বাতিল করা হয়েছে। শুধু বাংলাদেশ নেপালের সমঝোতাটি চলতি মাসের শেষে হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।