ইকুয়েডোরে আবারো ভূমিকম্প

ইকুয়েডোরে নতুন করে ভূমিকম্প হয়েছে। দফায় দফায় ভূমিকম্প হওয়ায় ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানের আশা এখন নিরাশায় পরিণত হচ্ছে।
দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয় শতাধিক লোক নিহত ও কয়েক হাজার লোক আহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ ভূমিকম্প আঘাত হানলো।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে (গ্রিনিচ সময় শুক্রবার ০৩০০ টা) ইকুয়েডোরের উত্তরপশ্চিম উপকূল বরাবর এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০।
ইকুয়েডোরের ভূ-তাত্ত্বিক সংস্থা জানায়, শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হানার পর সেখানে দফায় দফায় ছোট ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০ থেকে সর্বোচ্চ ৫.২।
মানাবি প্রদেশের পাশাপাশি ইসমারালদাস ও লস রিওস প্রদেশ এবং সান্টো ডোমিঙ্গো, গুয়াকুইল ও রাজধানী কুইটোতেও এ ভূমিকম্প অনুভূত হয়।

গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে মানাবি প্রদেশের অধিকাংশ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮।
তবে নতুন করে আঘাত হানা ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন খবর পাওয়া যায়নি।