অক্টোবরের মধ্যে ইট ভাটাকে পরিবেশবান্ধব করার নির্দেশ

আগামী অক্টোবরের মধ্যে সব ইট ভাটাকে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। জেলা প্রশাসকের মাধ্যমে সবাইকে চিঠি পৌঁছে দেয়া হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা সরকার।
রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ইট পুড়ানো আইন অনুযায়ী ইট পোড়ানো না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ৪০ শতাংশ ইট ভাটা পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে। বাকি ৬০ শতাংশ ইট ভাটাকে পরিবেশবান্ধব করতেই এ উদ্যোগ।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টিপু সুলতান এমপি ও নবী নেওয়াজ এমপি।