রাজধানির বিভিন্ন স্থানে তিন লাখ ইউনিট বিদ্যুৎ চুরি ধরা হয়েছে। এসময় জরিমানা আদায় করা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) দুর্নীতিবিরোধী টাস্কফোর্স অভিযানে এই চুরি ধরা হয়।
গতচার দিনে সবচেয়ে বড় বিদ্যুৎ চুরির ঘটনা ধরা হয় নবাবপুর রোডে আজিজ ক্যাবলস কারখানায়। এ স্থাপনায় দুটি প্রতিষ্ঠানে দুই লাখ ৪৯ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ধরা পড়ে। এছাড়া স্বামীবাগে একটি কারখানা থেকে বেআইনীভাবে নয়টি কারখানায় বিদ্যুৎ সরবরাহের ঘটনা ধরা হয়। এখানে বিদ্যুৎ চুরির পরিমান ৯৯ হাজার ইউনিট। এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। অপরদিকে দক্ষিণ যাত্রাবাড়ীতে অন্য একটি কারখানায় ৩১ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে টাস্ট‹ফোসের্র অভিযানে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি এপার্টমেন্ট, গ্লোব ইনসেক্টি সাইড, অনুদীপ অটোস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, গ্রীন সুপার মাকের্ট, আয়েশা শপিং কমপ্লক্সে, জাহানারা এপার্টমেন্ট, বঙ্গবন্ধু এভিনিউ সুপার মার্কেট ইত্যাদি প্রতিষ্ঠান থেকে আট বছরের বকেয়া বিলসহ পাঁচ কোটি ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।