২০১৮ সালের মধ্যে ভারতের সব গ্রামে পৌঁছাবে বিদ্যুৎ

আগামী দুই বছরের মধ্যে ভারতের সব গ্রামে পৌঁছাবে বিদ্যুৎ। সোমবার দেশটির পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, সারা দেশে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

অরুণ জেটলি বলেন, ২০১৮ সালের ১ মের মধ্যে ভারতের শতভাগ গ্রামে বিদ্যুৎ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নরেন্দ্র মোদি সরকারের এ বাজেট ঘোষণার মাধ্যমে তৃণমূল মানুষের হাতাশা দূর হবে বলে বিজেপির নেতারা দাবি করছেন।