সয়ংক্রিয় বিদ্যুৎ বিল তৈরী করতে যাচ্ছে ডেসকো

মিটারের ছবি ও রিডিং সংগ্রহ করে সয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিল তৈরীর উদ্যোগ নিয়েছে ডেসকো।  একই সাথে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে বিলের তথ্য জানানো হবে।

এতে গ্রাহকের সন্তুষ্টি, স্বচ্ছতা, ডিজিটাল তথ্য সংরক্ষণ বাড়বে। অপরদিকে খরচও পর্যায়ক্রমে কমে যাবে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই  কোম্পানী লি. (ডেসকো) ও ওয়াটার স্পিড এর মধ্যে এবিষয়ে গতসপ্তাহে চুক্তি হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম ও  মোস্তফা আশীষ ইসলাম উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময়  ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী এ কে এম মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল-মাসুদ চৌধুরী ও নির্বাহী পরিচালক অর্থ ও হিসাব রফিউদ্দীন উপস্থিত ছিলেন।

উত্তরখান বিক্রয় ও বিতরন বিভাগের প্রায় ৪০ হাজার গ্রাহকের জন্য ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু করেছে ডেসকো। এই এলাকায় কাজ সফল হলে ডেসেকোর আওতাধীন অন্য ১৫টি বিক্রয় ও বিতরণ বিভাগে পর্যায়ক্রমে চালু করা হবে।