সুন্দরবন রক্ষায় সাংস্কৃতিক অভিযাত্রা

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে লেখক শিল্পী সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক অভিযাত্রা করবে।
সোমবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবানে উদীচী কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রবীর সরদার, অমিত রঞ্জন দে, বিবর্তন সাংস্কৃতিক গোষ্ঠীর মফিজুর রহমান লালটু, আমিরুন নুজহাত মনীষা, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের অমল আকাশ, বীথি ঘোষসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হবে। সভায় সুন্দরবন রক্ষায় এই সাংস্কৃতিক অভিযাত্রায় সারা দেশের জাতীয় ও আঞ্চলিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের আহবান জানানো হয়। একই সময়ে সকল অঞ্চলে সুন্দরবন ধ্বংসকারী তৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদী গান, নাটক আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষায় এক সাংস্কৃতিক জাগরণ তৈরির আহ্বান করা হয়।