সুন্দরবনের পশুর নদী থেকে কয়লাবাহী কার্গো উদ্ধার শুরু

সুন্দরবনের পশুর নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো থেকে কয়লা তোলা শুরু হয়েছে। পরে কার্গোটি তোলা হবে।
মঙ্গলবার দুপুর থেকে এই কাজ  শুরু হয়।
কার্গোটির মালিক ‘ভাই-ভাই স্যালভেজ’ এই উদ্ধার কাজ শুরু করেছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান বলেন, কার্গোটি ধীরে ধীরে পশুর নদীর নিচে পুরোপুরি ডুবে গেছে ।
কার্গোটির ম্যানেজার জানান, একটি উদ্ধারকারী জাহাজ, দুটি ট্রলারসহ ১৫জন কর্মী এই কাজে অংশ নিচ্ছেন। মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) কাজী গোলাম মোক্তাদের জানান, জাহাজটি বর্তমানে মংলা বন্দরের মূল চ্যানেলের বাইরে নিমজ্জিত থাকায় এই চ্যানেল দিয়ে জাহাজ ও নৌযান চলাচলে কোন ঝুঁকি নেই।
গত ২৭ অক্টোবর বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার একটি বিদেশি জাহাজ থেকে প্রায় ৫১০ টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে কার্গো জাহাজ এমভি জিয়া রাজের তলা ফেটে নদীতে ডুবে যায়। কয়লা তুলতে ৭ থেকে ১০ দিন লাগতে পারে।
এ ঘটনায় জাহাজ মালিক ও চালকের বিরুদ্ধে সুন্দরবনের জলজ, বনজ ও প্রাণিজ সম্পদের ক্ষতির আশঙ্কায় প্রায় পাঁচ কোটি টাকার মামলা করা হয়েছে। একই সাথে কয়েকজনকে আটক করা হয়েছে।