সিঙ্গাপুর পুঁজিবাজারে বন্ড ছাড়বে পিডিবি

সিঙ্গাপুর পুঁজিবাজারে বিদ্যুৎখাতের জন্য চার হাজার কোটি টাকার বন্ড ছাড়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর মাধ্যমে এই  অর্থ আনা হবে। পর্যায়ক্রমে বিদ্যুতের অন্য কোম্পানিগুলোকেও পুজিঁবাজারে আন্তর্ভূক্ত করা হবে।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সিঙ্গাপুর পুজিঁবাজারে বন্ড ছাড়া বিষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

bond tawfiq e elahi and nosrul hamid
বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তোফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া,
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে স্থানীয় পুজিঁবাজারে শেয়ার ছাড়া হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামীতে অনেক বেশি অর্থেও প্রয়োজন। বড় বাজারে যাচ্ছি। এলএনজি টার্মিনাল হচ্ছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এরজন্য অনেক অর্থেক প্রয়োজন। দেশের মধ্যে অনেক বিনিয়োগকারি আছে। ভাল বন্ডের কারণে তারা বিনিয়োগ করছে না। পুজিঁবাজারে যাওয়ার জন্য দ্রুত সময়ে পরামর্শক নিয়োগ দেয়া হবে বলে তিনি জানান।
সেমিনারে এইচএসবিসি ও সিটি ব্যাংক পুজিঁবাজারে যাওয়ার বিষয়ে নানা পরামর্শ উপস্থাপন করে।