ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের কাজ শুরু হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টা থেকে এ গ্যাস উত্তোলন শুরু হয়।
বাপেক্সের এক কর্মকর্তা বলেন, তিন নম্বর কূপ খননের কাজ শেষ হওয়ার পর ওই কূপে কি পরিমাণ গ্যাস রয়েছে তা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক উত্তোলন শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে কিছুদিন পর।
শাহাবাজপুর ক্ষেত্রে দশমিক ৪৬৫ ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। এক নম্বর ও দুই নম্বর কূপ থেকে উত্তোলন যোগ্য গ্যাসের পরিমাণ দশমিক ৩৫ ট্রিলিয়ন ঘনফুট।
ভোলার বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পরে গ্যাসের চাহিদা বেড়ে যায়। এরপর তিন নম্বর কূপ খনন করা হয়।
১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে শাহাবাজপুর গ্যাসত্রে আবিস্কার হয়। চলতি বছরের ১৬ মে এই কূপ খননের কাজ শুরু হয়।