রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার দেয়া প্রতিশ্রুতি ঠিক থাকবে: রোসাটম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়নে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে রোসাটম। নিদির্ষ্ট সময়ে এই কেন্দ্র উৎপাদনে আসবে বলেও আশা প্রকাশ করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।
তারা দাবি করেন, প্রকল্পটির অর্থায়নে নেতিবাচক প্রভাব পড়বে না।
বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের ৯০ ভাগ ঋণ দিচ্ছে রাশিয়া।
বাংলাদেশ একক প্রকল্প হিসাবে সবচেয়ে বড় অবকাঠামা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার কোটি টাকা।
এখন ইউক্রেন যুদ্ধের পটভূমিতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ভিবি ব্যাংকসহ দেশটির কিছু ব্যাংক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঋণের বড় অংশ দিচ্ছে রাশিয়ার এই ভিবি ব্যাংক।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রূপপুর কেন্দ্রে রাশিয়ার অর্থ যোগান দিতে কোন প্রভাব পড়বে কীনা-তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান বলেছেন, পারমাণবিক প্রকল্পে কোন সমস্যা হবে বলে মনে হচ্ছে না। প্রকল্পে কাজ পুরোদমে চলছে এবং এখন পর্যন্ত কোন সমস্যার খবর পাইনি।
এখন রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্থানের চার থেকে ছয় হাজার লোক রূপপুরে কাজ করছে। আর দেশীয় শ্রমিকসহ মোট ২৬ হাজারের মতো জনবল রয়েছে।
অর্থের যোগান দেয়ার পাশাপাশি রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান পারমানবিক বিদ্যুৎ নির্মাণ করছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর প্রথম ইউনিট আগামী বছরের মধ্যে উৎপাদন শুরু হওয়ার কথা। দুই ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে রূপপুরে।