রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত হল জেনারেটর স্টেটার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে নকশা অনুযায়ী নির্দিষ্টস্থানে জেনারেটর স্টেটার স্থাপন করা হয়েছে।
প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানিয়েছেন, টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম। যার কাজ হল টার্বাইন থেকে পাওয়্ াযান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।
প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক অ্যালেক্সেই ডেইরি এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যুৎকেন্দ্রের সকল যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং যার ওজন ৪৪০ টনের অধিক। এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে।
টার্বাইন জেনারেটর নকশা ও তৈরি করেছে ‘পাওয়ার মেশিন্স’। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে যার মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।