রূপপুর বিদ্যুৎকেন্দ্রর জন্য সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ হবে
নিজস্ব প্রতিবেদক:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ মেয়াদের কাছাকাছি সময়েই শেষ হবে। এর সঞ্চালন লাইনও যথাসময়েই শেষ হবে।
বুধবার বিদ্যুৎ ভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এ ধরনের প্রযুক্তি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারা, এটাও তো দেশকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। আমরা কীভাবে কত আগে মানুষকে সাহায্য করতে পারি বা আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারি দেশের মানুষের জন্য, বিশেষ করে বিদ্যুতের বিষয় নিয়ে, সেইটাই মূলত আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের মতো ভাবছিল, আমরা আমাদের মতো ভাবছিলাম। কিন্তু, দুটো একসঙ্গে না মিললে তো হবে না। সেই স্পিরিটেই বসেছিলাম। প্রকল্পের মেয়াদের কাছাকাছি সময়েই কাজ শেষ করতে পারব। তবে, নির্দিষ্ট তারিখ বা মাস এখন বলতে পারব না। কিন্তু, কাছাকাছি একটা সময়ের মধ্যেই সঞ্চালন লাইনের কাজ শেষ করতে পারব।
পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্ট বিষয়ক এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এজন্য কনসালটেন্ট নিয়োগ দিয়েছি খসড়া তৈরি করতে। সেটা পেলে আলোচনা শুরু হবে।