রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে সেখানে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট। আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি পারমানবিক বিদ্যুৎকে ভয়াবহ ও বিধ্বংসী উল্লেখ করে বলেন, দেশে বিদ্যুৎ প্রয়োজন, তবে পারমানবিক বিদ্যুৎ নয়, দরকার পরিবেশ বান্ধব ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত বড় ধরনের সৌর বিদ্যুৎ প্রকল্প। যা স্বল্প খরচে আমাদের বিদ্যুতের চাহিদা বিপুল পরিমানে মেটাতে সক্ষম।
তিনি বলেন, পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে জীবন, পরিবেশ ও সম্পদকে মারাত্বক ক্ষতির মধ্যে ফেলে দেবে। তিনি এ প্রকল্পের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সংবাদ সম্মেলনে জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসু, সহ-সমন্বয়ক আব্দুশ শুকুর, জেলা সদস্য আব্দুল কুদ্দুস, মাহাতাব উদ্দিন, জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা জেলা শাখার সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।